অবতক খবর,৫ জানুয়ারি: ফের করোনায় আক্রান্ত হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতে টুইট করে এ কথা জানিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। আপাতত তাঁরা বাড়িতেই নিভৃতবাসে আছেন। এই নিয়ে দ্বিতীয়বার কোভিড ১৯ পজিটিভ হলেন রাজ। এদিন টুইট করে অভিনেতা-বিধায়ক লেখেন, “আমি ও শুভশ্রী দুজনেই করোনা আক্রান্ত হয়েছি। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আপনারা সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।”
এই ঘোষণার আগে মঙ্গলবার বিকেলে কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে রাজের অনুপস্থিতি কারও নজর এড়ায়নি। পরে রাজের টুইট থেকেই জানা গেল কারণ। ফলত, করোনার জেরেই দিন তিনেক পরেই অনুষ্ঠিত হতে চলা ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির থাকতে পারবেন না উৎসবের চেয়ারপার্সন রাজ।
তবে তাঁদের ছোট্ট ছেলে ইউভানের করোনা পরীক্ষার রিপোর্টের বিষয়ে কিছু জানাননি রাজ। এর আগেও করোনা থাবা বসিয়েছিল রাজ-শুভশ্রীর শরীরে ৷ প্রসঙ্গত, কোভিড সংক্রমণের জেরেই রাজ হারিয়েছেন তাঁর বাবাকে । মা হওয়ার কয়েক মাস পর শুভশ্রীও আক্রান্ত হয়েছিলেন করোনায় ৷ ২০২০ -র অগাস্টে করোনায় আক্রান্ত হন রাজ চক্রবর্তীও ৷
প্রসঙ্গত, টলিপাড়ায় করোনা আক্রান্ত হয়েছেন বেশ কিছু তারকা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা পার্নো মিত্র, কবি শ্রীজাত প্রত্যেকেই করোনা পজিটিভ, রয়েছেন আইসোলেশনে। মৃদু উপসর্গ নিয়ে কোভিড ১৯ পজিটিভ জিৎ গঙ্গোপাধ্যায়ও।