অবতক খবর,১১ জানুয়ারি,লালবাগ:- আজ মুর্শিদাবাদ পর্যটক সহায়তা মঞ্চের উদ্যোগে মুর্শিদাবাদ পর্যটন এর উপর নির্ভরশীল মানুষের স্বার্থে হাজারদুয়ারি সহ সকল পর্যটন কেন্দ্র গুলি খোলার দাবিতে লালবাগ ত্রিপোলি গেটের সামনে এক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশ থেকে পর্যটনের সঙ্গে যুক্ত সমস্ত ব্যবসায়ীসহ টাঙ্গা চালক, টোটো চালক, হোটেল ব্যবসায়ী এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছিলেন।
তাদের দাবি যে সরকার গঙ্গাসাগর মেলা চালু করেছে, খেলা চলছে, মেলা চলছে কিন্তু যেখানে পর্যটনের উপর নির্ভরশীল এই মানুষগুলোর পেটের ভাত মারার জন্য গত ৩রা জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি লকডাউন ঘোষণা করেছেন।
আমাদের দাবি সরকার আমাদের দিকে একটু তাকান কারণ সর্বোচ্চ ৫০ শতাংশ নিয়ে বাস, ট্রেন, পানশালা, সিনেমা, সেলুন সমস্ত খোলা শুধু পর্যটন কেন্দ্র গুলি বন্ধ রেখেছেন। আমাদের দাবি যে ৫০ শতাংশ মানুষ নিয়ে পর্যটন কেন্দ্রগুলো খোলা হোক তাতে পর্যটনের সঙ্গে যুক্ত সমস্ত ব্যবসায়ী এবং টাঙ্গা চালক থেকে টোটো চালক গাইড সবার মুখের অন্ন র সংস্থান হবে।