আজকের দিনে কিছু কথা

১২ জানুয়ারি’ ২২ একটি বিজ্ঞাপন ও সংবাদকে ভিত্তি করে—

তিনটি অক্ষরসজ্জা
তমাল সাহা

এক)
উৎসব

লুপ্ত বিবেক চেতনা—
পড়ে আছে মূল্যবোধের শব।
আজ ‘রাজ্যব্যাপী বিবেক চেতনা উৎসব’।

অনুপ্রেরণায় কে?
সে না থাকলে স্বামীজির জন্মদিন পালন হতো না যে!

দুই)
পাঠশালা নাই

‘শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতিমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ’—
তাই আজ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
রুদ্ধ আগামী প্রজন্মের বিকাশ।

তিন)
ভাইবোন

ভাই বলে, ওরে বোন!
আমি কি তোর চেয়ে কম জানি?
গান্ধীজী নয় অনশন ভেঙেছিল
খেয়েছিল রবীন্দ্রনাথের হাতে ফল-পানি
শেক্সপিয়ারের সাথে কার যেন দেখা হয়েছিল
তবে এ তো ঠিক তোর সঙ্গে
আমার গোপনে কথা হয়েছিল!
গর্ভবতী মহিলারা প্রেগন্যান্ট হয়
ডহরবাবু থাকে কোথায় তা কি ছাই
আমিও জানি
তবে গণেশের প্লাস্টিক সার্জারি হয়েছিল এটা মানি।

বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েই
হয়েছিল সিপাহী বিদ্রোহ।
এ তথ্য বিশ্বকে জানালাম আজ
এ দেশের কেউ কিছু জানে না, হো! হো!