অবতক খবর,২৫ জানুয়ারি: সোমবার সন্ধ্যায় ঠাকুরবাড়িতে আসেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। এদিন প্রায় তিন ঘন্টার মতো শান্তনু ঠাকুর এর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে।

আগামী দিনে অল ইন্ডিয়া মহাসংঘ কিভাবে চলবে এবং তাদের অবস্থান কী হবে মূলত সেই বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক কোনো আলোচনায় হয়নি বলে জানান অসীম বাবু।

এদিন তিনি আরও বলেন, সি এ এ নিয়ে মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি করা হবে। সিএএ লাগু করতে কেন এত দেরি হচ্ছে সে বিষয়ে জানতে চাওয়া হবে। প্রয়োজনে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিরা দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং যাতে দ্রুত উদ্বাস্তু সমাজের মানুষেরা নাগরিকত্ব পায় সে বিষয়ে দরবার করা হবে।

রাজ্য বিজেপির দুই নেতা জয়প্রকাশ মজুমদার ও রিতেশ তেওয়ারি কে দল থেকে সাসপেন্ড প্রসঙ্গে তিনি জানান এটা দলের বিষয় দল জানবেন। সাসপেন্ড হয়েছে আমার জানা নেই।