অবতক খবর,২৭ জানুয়ারি,বাঁকুড়াঃ- হাতির হানা অব্যাহত বাঁকুড়ার গ্রামে। বুধবার রাতে ১০ টি হাতির একটি দল বিষ্ণুপুরের ঢেঙ্গাশোল গ্রামের কৃষি জমিতে ঢুকে পড়ে। পরিযায়ী ঐ হাতির আক্রমণে বিঘার পর বিঘা চাষের জমি নষ্ট হয়েছে বলে ঐ এলাকার চাষীদের অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, এই মুহূর্তে ১০ থেকে ১১ টি হাতির একটি দল পাঞ্চেত ডিভিশন এলাকায় অবস্থান করছে। ফলে চরম আতঙ্কিত জঙ্গল লাগোয়া গ্রাম গুলির মানুষ। হাতির আক্রমণে ফসল, সম্পত্তি হানির পাশাপাশি প্রাণহানির আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দা নাড়ু মিদ্যা, সুভাষ মাঝিরা বলেন, গত রাতে ১০-১১ টি হাতির একটি দল আলু ও টম্যাটো চাষের জমিতে অবাধে তাণ্ডবলীলা চালিয়েছে। এই মূহূর্তে যা অবস্থা রাস্তায় বসা কিম্বা আত্মহত্যা করা ছাড়া কোন উপায় নেই। চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় সরকারী সাহায্য ছাড়া কোন অবস্থাতেই ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেই তারা জানান।

বিষ্ণুপুরের রেঞ্জার তপোব্রত রায় বলেন, হাতির ঢোকার খবর জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছিল। হাতির হানায় ক্ষতিগ্রস্ত কৃষকরা সবাই সরকারী নিয়মানুযায়ী ক্ষতিপূরণ পাবেন বলে তিনি জানান।