অবতক খবর,১ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির উদ্যোগে ও কাঁচরাপাড়া পৌরসভা ব্যবস্থাপনায় এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর সহযোগিতায় আজ কাঁচরাপাড়া বিধানপল্লীতে এক নতুন প্রকল্প উদ্বোধন করা হল। ডাম্পিং গ্ৰাউন্ডের পুরাতন আবর্জনা থেকে জৈব সার তৈরি প্রকল্প।

আজ এই প্রকল্পের উদ্বোধন হলো বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে। সঙ্গে ছিলেন পৌর প্রশাসক সুদামা রায়,উপ প্রশাসক অশোক মন্ডল, বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটর সহ গার্বেজ ক্লিনিং এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ ও পৌর আধিকারিকরা।

গ্ৰীনটেক কোম্পানি এই পুরাতন আবর্জনা থেকে তৈরি করবে জৈব সার।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্ৰীনটেক কোম্পানির সিইও রমাকান্ত বর্মন,এফও প্রদীপ দাস,ইও সঞ্জীব বড়ুয়া।

কাঁচরাপাড়া ১২ নং ওয়ার্ড সূর্যনগর সংলগ্ন ডাম্পিং গ্ৰাউন্ডে শহরের আবর্জনা ফেলা হয়। দীর্ঘ বছর ধরে সেই আবর্জনা সেখানে জমে জমে স্তূপাকার হয়ে থাকে। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী নির্বাচনের আগে যখন প্রার্থী হিসেবে প্রচারে গিয়েছিলেন,তখন এলাকাবাসীরা তাঁর কাছে আবেদন করেছিলেন যে, আপনি বিধায়ক নির্বাচিত হলে এই ডাম্পিং গ্ৰাউন্ডের বিভিন্ন সমস্যা সমাধান করবেন।

 

শেষমেষ কথা দিয়ে কথা রাখলেন বীজপুরের বিধায়ক। গ্রীনটেক কোম্পানির সহযোগিতায় এই আবর্জনা গুলিকে রিসাইকেল করে সারে পরিণত প্রকল্প উদ্বোধন করলেন।

 

কাঁচরাপাড়া ১২ নং ওয়ার্ডের যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে তা নিয়ে দীর্ঘ বছর ধরে ভুক্তভুগী স্থানীয় মানুষ। সর্বপ্রথম সেখানে দুর্গন্ধের সমস্যায় বাড়িতে টেকা দায় হয়ে যেত মানুষের। তুই কিন্তু নোংরা আবর্জনা রাস্তায় পর্যন্ত চলে আসত এবং যখন তখন বিভিন্ন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো। এলাকাবাসীরা মনে করছেন এই সকল সমস্যা থেকে তারা এবার রেহাই পাবেন।

গ্রীনটেক কোম্পানির পক্ষ থেকে উন্নত মানের যে মেশিন বসানো হয়েছে তাতে এই আবর্জনা তিনভাগে ভাগ হবে। আবর্জনা থেকে জৈব সারের উপাদান আলাদা হবে, তার মধ্যে থাকা ইট বালি ইত্যাদি আলাদা হবে এবং সর্বশেষ প্লাস্টিক জাতীয় উপাদান সব আলাদা হয়ে যাবে।

সুতরাং এবার রিসাইকেল হয়ে পুরাতন আবর্জনা পরিণত হবে জৈব সারে।