অবতক খবর,৬ ফেব্রুয়ারি: বিরোধী দলে থেকেও শাসকদলের সরকারের সমস্ত প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিলেন বিজেপির কাউন্সিলর। ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশন পৌর ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। একাধিক দল তাদের প্রার্থী তালিকাও ঘোষণা করে দিয়েছে। যদিও ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি।
কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার আগেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ঘটালেন বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মহল্লা প্রধান তপন দেবনাথ। তিনি জানেন না আদৌ তিনি টিকিট পাবেন কি পাবেন না। কিন্তু তিনি যে মানুষের সাথে আছেন সেটাই তার ওয়ার্ডবাসীকে আবারো একবার মনে করে দিতে উদ্যত তিনি।
পাশাপাশি রাজ্য সরকার প্রণোদিত একাধিক প্রকল্প যেমন রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্য সাথী কার্ড সহ একাধিক প্রকল্প তিনি মানুষের দ্বারে দ্বারে পৌছে দিয়েছেন। যেখানে অনেক বিজেপি নেতাই অভিযোগ করেন, তারা এই রাজ্যে ঠিকঠাক করে কাজ করতে পারছেন না। সেখানে এই বিজেপি নেতা শাসকদলের চালিত সরকারের একাধিক প্রকল্প রূপায়ণ করে নজির গড়েছেন। তিনি জানিয়েছেন শুধুমাত্র বিজেপি নয় তার ওয়ার্ডের সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের সমস্ত দলের নাগরিককে তাদের প্রাপ্য পৌঁছে দিয়েছেন। তিনি আবার টিকিট পাবে কি পাবে না সেটা সময় বলবে। কিন্তু তার এই কর্মকাণ্ডে উচ্ছসিত বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের নাগরিকরাও।