অবতক খবর,১৮ ফেব্রুয়ারি: কাঁচরাপাড়া ৬ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী একসময়ের বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি দলীয় প্রার্থী হলেও অনেকের ধারণা উচ্চ মহলে এখনো তার প্রাধান্য রয়েছে, সেই জন্যই তিনি মনোনয়ন পেয়েছেন। অনেক তৃণমূল কর্মীর অভিযোগ, তিনি বিভিন্ন সময় দল পরিবর্তন করেছেন অর্থাৎ তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। তৃণমূলের বিরুদ্ধে যখন তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, সেইসময়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন এবং বিগত বিধানসভা নির্বাচনেও তিনি দৌরাত্ম্য দেখিয়েছিলেন তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বচসায় এবং শারীরিক নিগ্রহের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে।
তা সত্ত্বেও তিনি মনোনয়ন পেলেন কি করে? পার্টিই বা এমন ব্যক্তিকে মনোনয়ন দিল কেন?
এদিকে এবার এই ওয়ার্ডের প্রার্থী হয়েছেন টাউন কংগ্রেসের সভাপতি তাপস সিনহা। অন্যদিকে প্রার্থী হয়েছেন সিপিএম দলের রাজু প্রসাদ এবং বিজেপির শৈলেন্দ্র সিং। ফলত এখানে লড়াইটা একটু জমজমাট হবে বলে মানুষের ধারণা।
অন্যদিকে এটিতে হিন্দিভাষী মানুষেরও বেশ প্রভাব রয়েছে। ফলত, ভোটের বিষয়টি অন্য দিকে মোড় নিতে পারে বলে অনেকের ধারণা।