অবতক খবর,২৭ ফেব্রুয়ারি: অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বললেন সকালবেলায় ঘুম ভাঙতে না ভাঙতে ফোনে মেয়েদের কান্নাকাটি তাদের একটি কথা দাদা আমাদের বুথে বসতে দিচ্ছে না, আমাদেরকে বন্দুক লাঠি নিয়ে তাড়া করেছে কানের গোড়ায় বন্দুক ঠেকিয়ে বাড়ি ফিরে যেতে বলছে আমরা ওখান থেকে ভয়ে পালিয়ে এসেছি, পালিয়ে এসে প্রথমে কালভার্টের তলায় তারা লুকায় কিন্তু সেখানে তাদের নিরাপত্তার অভাব বুঝে তারা ওখান থেকে অন্য ওয়ার্ডে পালিয়ে যায়। তিনি বলেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। ছুটে এসে কালভার্টের তলায় তাদেরকে দেখতে না পেয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। যোগাযোগ’ তখন জানা যায় যে তারা পাশের ওয়ার্ডে পালিয়ে গেছে ওখান থেকে তাদেরকে গাড়ি করে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, এখানে যে যে প্রার্থী তাকে 30 লক্ষ টাকা অফার করেছিল কিন্তু সে মনোনয়নপত্র প্রত্যাহার করেনি তখন তারা তাকে হুমকি দেখায় এবং আজকে বুথে কংগ্রেসের এজেন্টকে ঢুকতে বাধা দেয় আমার প্রশ্ন একটাই ভোট শান্তিপূর্ণ ভাবে হোক মহিলা দের উপর মাস্তানি করে লাভ কি আছে যেখানে মা-বোনেরা ভোট দেবে যাকে খুশি তাকে ভোট টা হতে যদি ভোট করতে না দেয়া হয় তাহলে এরকম ভাবে ঢাকঢোল পিটিয়ে ভোটের প্রচার করে কি লাভ তালে ভোট না করে অন্যান্য জায়গায় যেমন জিতে এসেছে এখানে সেরকম করলেই পারত। প্রশাসন প্রশাসন নীরব দর্শক হয়ে ভূমিকাটা এরকম, যে পারো জিতে নাও।