অবতক খবর,১ মার্চ,কুলপি:- ছাত্রনেতা আনিস খান হত্যা নিয়ে ধির্ঘ ১১দিন রাজ্যে চলছে নানান ঘটনা। ইতিমধ্যেই উচ্চ আদালতের নির্দেশে আনিস খানের দেহ দ্বিতীয় বারের জন্য ময়না তদন্ত করা হচ্ছে।
বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনা নিয়ে নানান দাবি বিভিন্ন ভাবে প্রতিবাদ জানাচ্ছেন।
মঙ্গলবার কুলপি মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস। প্রয়াত ছাত্র নেতার আত্মার শান্তি কামনা করে নিরবতা পালনের মাধ্যমে এই প্রতিবাদ সভা শুরু করেন।
আনিস খানের মৃত্যুকে নিয়ে ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে এদিন কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর ১১৭নং জাতীয় সড়কে পথসভা করেন।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও কুলপি বিধায়ক যোগরঞ্জন হালদার, কুলপি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নাসির উদ্দিন বলদিয়া, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, ছাত্র নেতা আলী আখতার সাঁপুই ও যুব সভাপতি শামসুর আলম মীর সহ কুল্পির ১৪টি অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।