সুদেষ্ণা মন্ডল , দক্ষিণ ২৪ পরগনা :- গঙ্গাসাগর এর পুণ্যস্নান এর আর বাকি মাত্র দুদিন । তার আগেই এখন থেকে থিক থিকে ভিড় পুণ্যার্থীদের । ভিড় এড়াতে আগেই সেরে নিচ্ছেন পূণ্যস্নান । আসতে শুরু করেছেন সাধু সন্ততিরা ও । অন্যদিকে যুধ্যকালীন তৎপরতায় মেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সেরে ফেলতে তৎপর প্রশাসন ও ।
ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে অস্থায়ী তবু । সমুদ্র পাড় থেকে কপিলমুনি র আশ্রমের চারিধারে সুসজ্জিত করে তোলা হয়েছে আলোকমালায় । বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা পৌঁছে গিয়েছে সাগরে ।
পূণ্য স্নান এর জন্য আসা মানুষজনের যাতে কোনো দিক দিয়ে অসুবিধা হয় তা শেষ বেলায় সরেজমিনে খতিয়ে দেখে নিচ্ছেন তারা । এমনকি ইতিমধ্যেই মন্দির থেকে শুরু করে গোটা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে গিয়েছে ন রাজ্যের মুখ্যমন্ত্রী ।