অবতক খবর,৪ ফেব্রুয়ারি: শুক্রবার আসানসোল গাড়ুই নদী সংস্কারের জন্য পদক্ষেপ নিতে পুরসভার আধিকারিকদের ও দুই ডেপুটি মেয়রকে সাথে নিয়ে পৌছে গেলেন মেয়র বিধান উপাধ্যায় ।খতিয়ে দেখলেন পরিস্থিতি ।
উল্লেখ্য গত বছর বর্ষার সময় অতি বৃষ্টির জেরে ভেঙে পড়ে আসানসোল শহরের নিকাশি ব্যবস্থা ।শহরের অনেক বাড়ি থেকে জল ঢুকে প্রচুর মালপত্র ক্ষতিগ্রস্ত হয়।সাধারন মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল।পুরনির্বাচনে সব রাজনৈতিক দল গুলি তাদের ইস্তাহারে গাড়ুই নদী সংস্কারের কথা তুলে ধরেন।
এবারে তৃনমূল কংগ্রেসের বোড গঠনের পরে সেই নদী সংস্কারের জন্য তৎপর হলেন মেয়র বিধান উপাধ্যায় ।ক্রমশ সংকীর্ণ হয়ে যেতে বসেছে নদী ।একথা স্বীকার করে বিধান বাবু বলেন, আমরা আধিকারিকদের বলেছি নদীর জায়গা কতটা আছে।সেমত ব্যবস্থা নিয়ে নদী সংস্কারের জন্য যা ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হবে।
ডেপুটি মেয়র অভিজিত্ ঘটক বলেন, যদি কোথাও নদী এনক্রোচমেন্ট হয়ে থাকে সেগুলো খতিয়ে দেখে সংস্কারের কাজ করা হবে।