অবতক খবর,১৬ মার্চ,নদীয়া:- ঝড়া পাতা জানান দিচ্ছে বসন্ত এসে গেছে ৷ বসন্তের রঙে রঙীন হতে তাই আম বাঙালী প্রস্তুত ৷ শান্তিপুর সহ বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে বসন্ত উৎসব ৷ বসন্ত উৎসব মানেই রঙ আর আবীরের খেলা ৷ যা আদতে শরীরের সাথে আষ্টেপৃষ্ঠে লেগে থাকে ৷ তাই রঙ, আবীর খেলা নিয়ে চিকিৎসকরা কেমিক্যাল যুক্ত রঙ ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন ৷ চিকিৎসকদের পরামর্শ মাথায় নিয়ে শান্তিপুরের মঞ্জুরি মহিলা স্বনির্ভর গ্রুপের মেয়েরা বানিয়ে ফেলেছেন ভেষজ আবীর, রঙ ৷

এছাড়া সাবান, ফেস ওয়াশ, বডি ওয়েল তারা বানাচ্ছেন সম্পূর্ন প্রাকৃতিক উপায়ে ৷ ফলে প্রাকৃতিক উপায়ে বানানো ঐ আবীর, তেল সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে বেশ কিছু মহিলা স্বনির্ভর হচ্ছে বলেও জানা গেছে ৷ মঞ্জুরি সংস্থার পক্ষে শিক্ষিকা সুনীতা মুখার্জী এবং শম্পা রায় জানিয়েছেন যে, ফুল, পাতা সহ বিভিন্ন প্রাকতিক উপাদানের সাহায্যে তারা আবীর বানাচ্ছেন ৷ ফলে ঐ আবীর ব্যবহার করলে নাকি স্কিনের কোন সমস্যা হবে না ৷ সুনিতাদেবী, সম্পাদেবীরা বসন্ত ।উৎসবের উদ্যোক্তাদের কাছে ভেষজ আবীর ব্যবহার করার আবেদনও জানিয়েছেন ৷