অবতক খবর,২৫ মার্চ,জয়ন্ত সাহা,আসানসোল: সালানপুর থানার অন্তর্গত রূপনরায়ণপুর ফাঁড়ির চিতাল ডাঙ্গা উপর পাড়া এলাকায় একটি ফাঁকা বাড়ির ভেতরে অবৈধ অস্ত্র তৈরির কারখানার হদিশ পায় পুলিশ। বৃহস্পতিবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয় রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ, উদ্ধার করে ১২টি অসুম্পূর্ণ তৈরী অস্ত্র সহ অস্ত্র তৈরির বিভিন্ন সামগ্রীক,লেদ মেশিন এবং একটি মোটর সাইকেল।
এই ঘটনায় গতকাল ঘটনা স্থল থেকে বিহারের মুঙ্গের জেলার রাজকুমার চৌধুরী(২৭),প্রবীণ কুমার (৪৫),এম.ডি ইকবাল(৪৫), নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।এবং গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক তথা চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী,৩৬ নম্বর রাস্তার বাসিন্দা দীনেশ চৌধুরীকে(৫১)।ধৃত চারজন অভিযুক্তকে শুক্রবার জেলা আদালতে পাঠানো হয়।পুলিশের তদন্তের স্বার্থে ধৃত চারজন অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আর্জি জানানো হয়।ঘটনার জোর কদমে তদন্ত নেমেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।