অবতক খবর,২৫ মার্চ: উত্তর 24 পরগনা গাইঘাটা কেমিয়া গ্রামে পাঁচ বিঘা জমির পুকুরে বিষাক্ত কীটনাশক দিয়ে মাছ মারার অভিযোগ। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ওই পুকুরে বিষাক্ত কীটনাশক বিষ দেয়া হয় বলে অনুমান চাষীর। কীটনাশক দিয়ে পুকুরের সমস্ত মাছ মেরে ফেলা হয়েছে জানিয়েছে চাষি মহম্মদ আজিজুল রহমান মণ্ডল। তার তিন প্রায় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার। স্থানীয়সূত্রে জানাগিয়েছে, শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পায় পুকুরে চারিদিকে মাছ মরে ভেসে উঠেছে। তারাই খবর দেয় চাষী মহম্মদ আজিজুল রহমান মণ্ডলকে। আজিজুল পুকুর লিজে নিয়ে মাছ চাষ করছিল।

তিনি বলেন, আমি রাত নটার সময় এখান থেকে গেছি তখন কিছু বুঝতে পারিনি। আমার মনে হয় রাত আটটা নাগাদ কেউ পুকুরে বিষ দিয়ে দিয়েছে। পুকুরের সমস্ত মাছ মারা গিয়েছে।
তিনি জানান, প্রায় কুড়ি বছর ধরে লিকে নিয়ে সে এই পুকুরটি চাষ করছি। কোনদিন এরকম ঘটনা ঘটেনি। এই প্রথম এ রকম একটি ঘটনা ঘটল। প্রশাসনকে জানানো হয়েছে।