অবতক খবর,২৮ মার্চ,মলয় দে,নদীয়া:- বিধানসভায় রক্তারক্তি কাণ্ড। রাজ্যের আইনসভা হাতাহাতিতে জড়িয়ে পড়ল শাসক ও বিরোধী দল। তৃণমূল বিধায়ক নির্মল মাঝি ও অসীম মজুমদার সেখানে জামা ছেঁড়া,চশমা ভাঙ্গা এবং নাকের হাড় খাটানোর অভিযোগ উঠল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। অভিযোগ নদীয়ার বিধায়ক মানিক ভট্টাচার্যের পায়ে আঘাত করা হয়েছে। জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। বিধানসভায় আক্রমণ করার চেষ্টা করা হয়েছে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে।

তাকে ধাক্কা ধাক্কি করা হয়েছে বলে জানা গেছে ।বিজিপির দিকে অভিযোগের আঙুল তুলে সোমবার শান্তিপুর ডাকঘর মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ সভা করা হয়। বিধায়ক নিজে উপস্থিত না থাকতে পারলেও শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ও ভাইস-চেয়ারম্যান কৌশিক প্রামানিক আইএনটিটিইউসি শহর-সভাপতি সনৎ চক্রবর্তী সহ তৃণমূলের বিভিন্ন কাউন্সিলর এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আইএনটিটিইউসির শান্তিপুর শহর সভাপতি সনৎ চক্রবর্তী জানিয়েছেন,’ বিজেপি বিধায়কের হাতে তৃণমূল বিধায়ক দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা রাজ্য জুড়েই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিবাদ করছেন। শান্তিপুরে আমরা সেই কর্মসূচির অংশ হিসেবে শান্তিপুর ডাকঘর মোড়ে বিক্ষোভ সভা করেছি।’