অবতক খবর,২৯ মার্চ: অগণতান্ত্রিক উপায়ে রাজ্য বিধানসভা থেকে বিজেপির ৫জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। এরই প্রতিবাদে গোটা রাজ্যের সঙ্গে মঙ্গলবার রানাঘাট থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি। গতকাল বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধানসভায় বিজেপির চিফ হুইপ মনোজ টিগগাসহ ৫জন বিজেপি বিধায়কের ওপর আক্রমণ করেছে তৃণমূল বিধায়ক।
এই অভিযোগ তুলে এবং একইসঙ্গে অগণতান্ত্রিকভাবে বিরোধী দলনেতাসহ ৫বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে।এরই প্রতিবাদে আজ গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে ভারতীয় জনতা পার্টি।এদিন নদীয়ার রানাঘাট থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তথা বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়।রানাঘাট থানার সামনে এদিন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতীয় জনতা পার্টি।