অবতক খবর,৫ এপ্রিল: হঠাৎ হাতে তরোয়াল নিয়ে মাছ বাজারে হাজির এক ব্যক্তি। ঘটে গেল বড় ঘটনা। ওই ব্যক্তির তরোয়ালের আঘাতে গুরুতর জখম হয় এক মাছ ব্যবসায়ী। পরে অভিযুক্তকে ধরে গণধোলায় উত্তেজিত জনতার। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ মাছ বাজারে।
হঠাৎ ওই ব্যক্তির হাতে তরোয়াল দেখে এদিক ওদিক ছুটতে শুরু করে বাজারে আসা সাধারণ মানুষ থেকে স্হানীয়রা। বারবার একটাই কথা বলে সবাইকে মেরে ফেলবো আজ। এমন কান্ড দেখে হতবাক সবাই। আচমকা মহম্মদ কাদির নামে এক মাছ ব্যবসায়ীর মাথায় সেই তরোয়াল দিয়ে কোপ মারে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মাছ ব্যবসায়ী। স্হানীয়রা গুরুতর জখম হয় অবস্থায় ওই মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।
কোনো রকম ভাবে অভিযুক্তকে ধরে ফেলে স্হানীয়রা। চলে গণধোলাই দেয়। গণধোলায়ে গুরুতর জখম হয় অভিযুক্ত। পুলিশ অভিযুক্তকে জখম অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। গোটা ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।