অবতক খবর , সংবাদদাতা, ১১ই জানুয়ারি ::- আলপটকা মন্তব্য করে আবার বিতর্ক তৈরি করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ্যম্বুলেন্স এ রুগী না গিয়ে বাংলায় এ্যম্বুলেন্স এ অস্ত্র শস্ত্র মাদক পাচার হয় এমনই দাবি করেন তিনি ।উল্লেখ থাকে যে গত সোমবার কৃষ্ণনগরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সভা মঞ্চে উপস্থিত হয়ে নাগরিক সংশোধন বিল নিয়ে জেলা বাসীকে বোঝাচ্ছিলেন ।এই সময় এক এ্যম্বুলেন্স সভা মঞ্চে কাছে ঢুকে পড়ে। তা দেখে তিনি রাস্তা নাছেড়ে বলেন এ্যম্বুলেন্স ঘুরপথে যেতে হবে।এই নিয়ে তার বিরুদ্ধে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মামলাও রুজু হয়েছে ।
দিলীপ বাবুর এহেন আচরনে হতবাক সকলেই। সংবাদ প্রতিনিধিরা এবিষযে দীলিপ ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন এম্বুলেন্স কোনো রুগী ছিল না তিনি আরও বলেন তৃণমূলীরা সভা কে বানচাল করতেই এম্বুলেন্স পাঠিয়েছিল । তিনি আরও বলেন যে আপনাদের বাংলার রাজনীতির সম্বন্ধে কোনো ধারণাই নেই কারণ বাংলার এম্বুলেন্সে রুগী না গিয়ে অস্ত্র শস্ত্র মাদক পাচার হয়।সোনা স্মাগলিং হয় ।
দিলীপ বাবুর এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে এম্বুলেন্স চালকরা । সামাজিক ভাবেও বুদ্ধিজীবী মহল তার এই আলপটকা মন্তব্য কে খারিজ করেছেন ।
বাংলার রাজনৈতিক নেতৃত্ব ক্ষমতার লোভে অসম্ভব কাজ করতে অভ্যস্ত। এইভাবে উস্কানি মূলক মন্তব্য করে দলীয়কর্মীদেরকে বিপজ্জনক অবস্থায় ফেলতে বহুবার দেখা গিয়েছে দীলিপ বাবু কে যার নজীর শিলিগুড়ির জনসভা থেকে পিছটান মারতে তিনি সিদ্ধহস্ত ছিলেন।