অবতক খবর,১০ এপ্রিল: ঝড়ো হাওয়ার সাথে শিলা বৃষ্টির ঘটনায় গাছের মোটা ডালে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সুধীর বিশ্বাস। বয়স আনুমানিক পঞ্চান্ন।বাড়ি গাইসাল দুই গ্রাম পঞ্চায়েতের কালনাগিন এলাকাতে।ইসলামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের তাণ্ডবে ও শিলাবৃষ্টির প্রভাবে ব্যাপক ক্ষতি বিভিন্ন গ্রাম যেমন গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের কাচনা উত্তর কাচনা মধ্য কাচনা সহ বিস্তীর্ণ এলাকায় গাইসাল টু গ্রাম পঞ্চায়েতের মরুয়া গাও রুহিয়া কালা নাগিন দৌলতপুর মার্মাগাঁও কুন্দর গাঁও ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকার সাধারণ মানুষেরা তাদের দাবি সরকার যেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতের এই শিলাবৃষ্টিতে বিক্ষিপ্ত ঘটনায় জখম হলো প্রচুর মানুষও।এদের মধ্যে মহিলারাও রয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।জখম ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা গ্রামে এখন একদিকে যেমন শোকের ছায়া আর আরেকদিকে এই ঝড় ও শিলা বৃষ্টির জন্য লন্ডভন্ড হয়ে গিয়েছে গ্রাম। নষ্ট হয়ে গেছে ক্ষেতের ফসল। শীলের তাণ্ডবে ভেঙে গিয়েছে চারচাকা গাড়িও। সব মিলিয়ে যেন রীতিমতো স্তব্ধ গ্রামীণ এলাকার মানুষজন। ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার এই ঘটনার খবর পেয়ে পৌঁছান মৃতর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে। তিনি বলেন মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। জখম হয়েছে কামাত সহ বিভিন্ন গ্রামের প্রচুর মানুষ। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ।