অবতক খবর,১১ এপ্রিল,মালদা,১১ এপ্রিল: সোমবার সকালে দেশবন্ধু চিত্তরঞ্জন পৌর বাজার পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
রবিবার সকালে আগুন ধরে গিয়েছিল ওই বাজারে।
জানা গিয়েছে, বাজারের দোতালায় সঞ্জীব রজক নামে এক ব্যবসায়ীর দোকানের সামনে হঠাৎ করে আগুন উঠতে দেখেন ব্যবসায়ীরা।

এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
রবিবার চিকিৎসার জন্য দিল্লিতে ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু বাবু।
সোমবার সকালে মালদায় নেমেই প্রথমে বাজার পরিদর্শনে যান তিনি। কি কারণে আগুন তা খতিয়ে দেখেন তিনি।

প্রাথমিক অনুমান রবিবার শর্টসার্কিট থেকে আগুন লাগে।
বাজার পরিদর্শনে গিয়ে খুব্ধ কৃষ্ণেন্দু বাবু। বাজারের সুরক্ষা নিয়ে এদিন তিনি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন।

তিনি বলেন, যার দোকান রয়েছে তারা যেন সেই দোকান পর্যন্তই সীমাবদ্ধ থাকে। দোকানের সামনে জবরদখল করে ব্যবসা করলে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।
মানুষের চলাফেরা করার জন্য জায়গা ছাড়তে হবে। এছাড়াও বাজারের খুঁটিনাটি বিষয়গুলো খতিয়ে দেখেন তিনি।

বাজারের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি দেখেন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইলেকট্রিক তার। ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।