১৪২৯ সাল,পয়লা বৈশাখের কথামালা
তমাল সাহা
এক) হালখাতা
নববর্ষ! সুসংবাদ এই বঙ্গোপসাগর তীরে।
কবিতা! কবিতা! কবিতা পাঠ জীবনানন্দ সভাঘরে।
কবিরা সুশোভন বাঙালিয়ানা বেশবাসে।
কোথা থেকে যেন মাংসপোড়া গন্ধ ভেসে আসে।
শান্তিনিকেতনে আবার এক নাবালিকা ধর্ষিতা, রক্ত গড়ায় নিম্নপ্রদেশে।
নতুন কবিতার হালখাতা
বৈশাখ মাসের প্রথম দিবসে।
দুই) দাম
গায়কের কি বা দাম
যদি না থাকে শ্রোতা
অর্জুন যদি না হয় শ্রোতা
কি বা দাম শ্রীকৃষ্ণের গীতা?
ঘরে ঢুকে ছিন্নভিন্ন করুক
মেয়েকে তোমার দুর্ধর্ষ ধর্ষক!
ধর্ষকের কি বা দাম
না যদি থাকে নীরব দর্শক!
তিন) নামকরণ
গালে হাত দিয়ে বসে পড়ে পিতা
কপাল চাপড়ায় মাতা!
কি করে এতো নির্দয় হলি তুই
কোথায় পেলি এমন নির্মমতা?
মান-সম্মান ধুলোয় লুটিয়ে দিলি
কত সাধ করে কেন যে
তোর নাম রেখেছিলাম মমতা!