অবতক খবর,২২ এপ্রিল: দিল্লির জাহাঙ্গিরপুরীতে যাওয়া তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ওই এলাকায় যাওয়ার পরেই তাঁদের বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অর্পিতা ঘোষ, দলে রয়েছেন শতাব্দী রায়, অপরূপা পোদ্দার। তৃণমূলের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সফরের তদারকির দায়িত্বে রয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। জাহাঙ্গিরপুরীর সি ব্লকে পৌঁছনোর কথা ছিল তৃণমূলের এই প্রতিদিধি দলের। কিন্তু সেখানে পৌঁছনোর আগেই তাদের আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। বাধা দেওয়ার পর পুলিশের সঙ্গে বচসায় জড়ান প্রতিনিধি দলের সদস্যরা।  বেশ কিছুক্ষণ বচসার পর ফিরে যান তাঁরা।

পুলিশের দাবি, ওই এলাকায় যাওয়ার জন্য একটি নির্দিষ্ট রুট করে দেওয়া হয়েছে। সেই রাস্তা দিয়েই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল ঘটনাস্থলে যাচ্ছে। কিন্তু পুলিশের ঠিক করা সেই রুট দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে তৃণমূলের প্রতিদিধি দল গিয়েছেন বলে দাবি পুলিশের। সেই কারণেই তাদের বাধা দেওয়া হয় বলে পুলিশের দাবি। পুলিশ সূত্রে দাবি, যে রাস্তা দিয়ে ওই সদস্যরা গিয়েছিলেন সেই রাস্তা দিয়ে কাউকেই যেতে দেওয়া হচ্ছে না।