অবতক খবর,কলকাতা,২৩ এপ্রিল,সুমিত: সাঁতরাগাছিতে অনেক দিন ধরেই বাস টার্মিনাস তৈরি হয়ে পড়ে রয়েছে৷ পরিবেশ সংক্রান্ত একাধিক মামলায় বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত৷
১১ এপ্রিল বাবুঘাট থেকে পাকাপাকি ভাবে বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল পরিবহণ দফতর৷
কলকাতার আঞ্চলিক পরিবহণ দফতরের সচিব বিভিন্ন বাস-মিনিবাস মালিকদের সংগঠনগুলিকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন৷ সেই নির্দেশিকা অনুযায়ী, ১৪ দিনের মধ্যে বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে নিয়ে যেতে হবে৷ সেই সময়সীমা শেষ হচ্ছে আগামিকাল। বাবুঘাট থেকে বাস স্ট্যান্ড সরানোর শেষ দিন রবিবার
সরকারের নির্দেশ সত্ত্বেও বাবুঘাট বাসস্ট্যান্ড থেকে বাস সরাতে রাজি নয় বাস মালিকরা। বাসস্ট্যান্ড সরানো নিয়ে শুরু তরজা। চলতি মাসের ১১ তারিখ ১৮ রুটের বাস বাবুঘাট থেকে সাঁতরাগাছিতে সরানোর নির্দেশ দেয় পরিবহণ দফতর। বাবুঘাট থেকে সাঁতরাগাছি পর্যন্ত অতিরিক্ত ১২ কিমি বাস চললে খরচ বাড়বে। জ্বালানির দাম ও টোলের টাকা নিয়েও উঠছে প্রশ্ন।
যাত্রী ও পরিবেশ কর্মীদের মনে একটা বড় প্রশ্ন, আদৌ বাস সরবে তো বাবুঘাট থেকে?