অবতক খবর,সুমিত,কলকাতা,২৯ এপ্রিল: এবার কলকাতার রাজপথে নামল ফুড সাপ্লাই সাব-ইনস্পেকটর চাকরিপ্রার্থীরা। দেড় বছর অতিক্রান্ত, নিয়োগের সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ থাকলেও হয়নি নিয়োগ, অভিযোগ প্রার্থীদের। শুক্রবার টালিগঞ্জের  মুদিয়ালিতে পিএসসি ভবনের সামনে তাঁরা বিক্ষোভ করেন। একদিকে কলকাতায় আজ ৩৭ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা। অন্যদিকে চলছে রমজান মাস। এই প্রখর রোদ ও রোজা করে রাস্তায় অবস্থান বিক্ষোভ করায় বেশ কিছু বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা অসুস্থও হয়ে পড়েন।

তাঁদের একটাই দাবি, দেওয়া হোক তাঁদের হকের চাকরি। এরপরই ঘটনাস্থলে উপস্থিত হন ডিসি সাউথ ও বিশাল পুলিসবাহিনী। আনা হয় প্রিজন ভ্যানও। পুলিসের পক্ষ থেকে বিক্ষোভ তুলে নিতে বলে মাইকিং করা হয়। তবে বিক্ষোভকারীরা তাঁদের দাবি না মানা হলে বিক্ষোভ তুলবেন না বলে পরিষ্কার জানিয়ে দেন। এরপরই একে একে সবাইকে গ্রেফতার করা হয়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মুদিয়ালি। ঘটনার পর দুজন চাকরি প্রার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ২৫ তারিখ ফের প্যানেল তৈরি হবে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ফের প্যানেল তৈরি না হওয়ায় তাঁরা আজ বিক্ষোভের পথে নেমেছেন। বিক্ষোভে প্রায় ১০ জন চাকরিপ্রার্থীরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অভিযোগ, বারবার শুধু মিলেছে মিথ্যা প্রতিশ্রুতি। কিন্তু এখন আর শুকনো প্রতিশ্রুতি চান না তাঁরা। চান নিয়োগ।

পুলিস সূত্রে খবর এছাড়াও যে দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের প্রাথমিক চিকিত্সার পর গ্রেফতার করা হবে।