অবতক খবর,৩০ এপ্রিল: বেকার যুবক যুবতীদের কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ বিধায়ক ও তার অনুগামীদের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে বিধায়ক তাপস সাহার নামে অভিযোগ জানান এলাকার মানুষ। এই ঘটনা মিথ্যে এবং এর পেছনে রয়েছে ওই এলাকার তৃণমূলের এক নেত্রীর ষড়যন্ত্র! দাবি অভিযুক্ত বিধায়কের। এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইলেন না অনেক অভিযোগকারী।
নদীয়ার তেহট্ট বিধানসভা এলাকায় থেকে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নিয়েছেন শাসকদলের বিধায়ক তাপস সাহা ও তার অনুগামীরা বিরুদ্ধে। অভিযোগ জানিয়ে সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে দুটি চিঠি পাঠালেন অভিযোগকারীরা।
তেহট্ট বিধানসভা ও পলাশীপাড়া এলাকাতে নাজিরপুরের এক বাসিন্দার অমৃত বেপারী জানান তিনি তার ছেলে মেয়ে সহ এলাকার বেশ কিছু বাসিন্দা চাকরি পাইয়ে দেয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে বেশকিছু ছেলের কাছ থেকে 25 লক্ষ টাকার বেশি তুলেছেন বিধায়কের কাছে দিয়েছিলেন প্রায় তিন বছর আগে প্রাইমারি চাকরি সহ রেশন ডিলার করিয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ। এই বিষয়ে বিধায়কের সাথে একাধিকবার কথা বললে বিধায়ক শুধু আমাদেরকে সময় দিয়ে দেয় কিন্তু চাকরি পাই না টাকাও ফেরত পায় নাই। এই ভাবে সব মিলিয়ে প্রায় 16 কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। দলের সভাপতি কল্লোল খাঁ বলেন তিনি শুনেছেন ঘটনা সত্য মিথ্যা যাচাই করেন নি। ঘটনা সত্য হলে আইন যা হয় তার ব্যবস্থা নেবেন।