অবতক খবর,৩ মে,কলকাতা,সুমিত: ২১ দিন পর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্ত তুলে নিল কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন।

এতদিন রাজ্য সরকারি আইনজীবী ছাড়াই মামলা শুনছিলেন বিচারপতি। গত শুক্রবার বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে, তারা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি করবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসির মামলা শুনতে গিয়ে বিভিন্ন সময় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ায় তিনি নিজের ক্ষোভ গোপন রাখেননি। প্রকাশ্যেই কড়া সমালোচনা করেছেন ওই ডিভিশন বেঞ্চের। বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপও চেয়েছেন। কড়া ভাষায় বেশ কিছু সরকারবিরোধী মন্তব্যও তিনি করেছেন।

এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে আন্দোলনে নামে বার অ্যাসোসিয়েশন। তারপরই শুরু হয় তাঁর এজলাস বয়কট।