অবতক খবর,কলকাতা,১৩ মে,সুমিত: নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ (SLST) প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। শিক্ষক নিয়োগের নম্বর বিভাজন প্রকাশ করার নির্দেশ। প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর সহ প্রকাশ করতে হবে। ২১ শে মে’র মধ্যে নম্বর বিভাজন প্রকাশের নির্দেশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
বৃহস্পতিবার মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ স্বচ্ছতাই হচ্ছে দুর্নীতির প্রতিষেধক। নবম-দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও সেখানে নামের পাশে কোন নম্বর দেওয়া নেই। এখান থেকেই সন্দেহ জাগে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এসএসসি। নম্বর প্রকাশ করলে কার কী ক্ষতি হত সেটা স্পষ্ট নয়। সরকারি সমস্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকা প্রয়োজন। শুধু সরকারি কেন সমাজের সর্বস্তরে স্বচ্ছতা থাকা প্রয়োজন।
বিচারপতি আরো জানান এই মামলার স্থগিত আদেশ দেওয়া হল 17 ই জুন অব্দি কোন রিক্রুটমেন্ট করা যাবে না।
প্যানেলে অস্বচ্ছতার অভিযোগে মামলা করেন এক চাকুরিপ্রার্থী সোমা সিনহা। সেই মামলাতেই এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এই মামলার পরবর্তী শুনানি 20ই মে