অবতক খবর,১৮ মে,নদীয়া,নাকাশীপাড়া:- সন্ধ্যাবেলায় গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশীপাড়া থানা এলাকার বেথুয়া ডহরি বাজারে ঘোর সন্ধ্যেবেলায় প্রকাশ্য লোকালয়ের মধ্যেই এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। মুখ ঢাকা কয়েকজন দুষ্কৃতীরা প্রকাশ্যে গুলি করে ওই স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে। স্বর্ণ ব্যবসায়ীর বুকের ডান দিক গুলি লাগে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় পথচলতি মানুষ এবং ব্যবসায়ীরা এবং ওই ব্যবসায়ীর পরিবারের পরিজনদের খবর দেয় । সেখান থেকে একটি টোটো করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা স্থানান্তরিত করে ।

পরবর্তী সময়ে মাঝ রাতেই পুলিশ এম্বুলেন্সে আহত ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসকরা অস্ত্রোপচার করে গুলি বার করে । তবে বর্তমানে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক । বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । সূত্র মারফত খবর সাগর দীঘির বাসিন্দা বলে জানা যায় বছর 38শের সাক্ষী গোপাল বিশ্বাস। প্রতি দিনের মতোই সন্ধে আটটা নাগাদ সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন ।

সেই সময় কিছু দুষ্কৃতি মুখ ঢাকা অবস্থায় গুলি করে পালিয়ে যায়। এই এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার মানুষ। দিনের পর দিন গোটা জেলা জুড়ে যে সন্ত্রাসী চলছে তাতে করে নিরাপত্তার অভাবে ভুগছেন সাধারণ মানুষ। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বারংবার প্রশ্ন। তবে গুলির ঘটনা কথা জানতে পেরেই ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।