আজ কিছু লেখার ইচ্ছা ছিল না তবুও লিখি। হতভাগ্য প্রজন্মদের দিকে তাকিয়ে কিছু কথা লিখি। গাঙ্গেয় উপত্যকা কোন দিকে যায়! কোথায় যাবে আমার প্রজন্ম? আমিও অসহায়!
এতো অন্ধকার
তমাল সাহা
ভেতরে এতো কালো
কি করে এতো ধবধবে সাদা পাজামা-পাঞ্জাবি পরো!
শত শত প্রজন্মের অধিকার মাড়িয়ে
তাদের চোখের জল তুচ্ছ করে সওয়াল-জবাবে যাও?
কি করে কেড়ে খাও প্রজন্মের মুখের গ্রাস
কেন মনে করো না এরা তোমারই সন্তান
তোমাদের এমন বিবেক, লক্ষ লক্ষ টাকা ঘুষ নাও?
ওই সব চোখের দিকে একবার তাকাও!
লজ্জা শরম বলে যে শব্দগুলি আছে অভিধানে
এগুলি সৃষ্টি হয়েছিল কি তবে তোমাদের তরে?
লক্ষ লক্ষ মানুষ ছিঃ ছিঃ করে
কি করে নিলে এতো অশ্রুমাখা মুদ্রা নিজের পকেটে ভরে
নিজের পরিবার জাতকদের কি করে মুখ দেখাও?
এসব কথা কাকে বলি?
শব্দই ব্রহ্ম, সব শব্দ বাতাসে উড়ে যায়
কে দাঁড়াবে মানুষের পাশে
মানুষ আর কত কাঁদবে বলো চোখ তো সমুদ্র নয় চোখের জল শুকিয়ে যায়!
মানুষ বড় অসহায়!