অবতক খবর,১৯ মে: দীর্ঘদিন ধরে রেশনের মাল দিচ্ছেন না ডিলার। এই অভিযোগে শুক্রবার সকালে চাকদা পাজির মোড়ে এক রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালো উপভোক্তারা। উল্লেখ্য, ১৩মে ওই রেশন দোকানের উপভোক্তারা একটি মার্চ পিটিশন করে অভিযোগপত্র জমা দেন চাকদা ফুড ইন্সপেক্টরের দপ্তরে৷ এরপরই শুক্রবার ঘটনাস্থলে আসেন ফুড ইন্সপেক্টর সুশান্ত সরকার।
স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন ওই ফুড ইন্সপেক্টরের সামনে। পরে তিনি আশ্বাস দেন সুরাহার। তারপরে সাধারণ মানুষ শান্ত হন৷
অন্যদিকে চাকদার বাসুদেব দাস অ্যাকাউন্ট তাপস কুমার দাস নামে রেশন শপের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ডিলার সুবাই দাস বলেন, আমাদের প্রতি যা অভিযোগ আছে, তার কিছুটা সত্যতা আছে। আগামী দিনে সঠিকভাবে সঠিক মাল মানুষকে দেবো৷ ফুড ইন্সপেক্টর স্থানীয় মানুষদের আশ্বাস দেন। বলেন এরপরেও যদি ওই রেশন ডিলার ঠিকমতো মাল না দেন, তাহলে ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷