অবতক খবর,২০ মে: কাঁচরাপাড়া ওয়ার্কশপ রোডে কাঁচরাপাড়া পৌরসভার যে বিল্ডিং সেটি স্থানান্তরিত হয়ে চলে যায় শিবানী আরোগ্য নিকেতনের পাশে। কিন্তু পৌরসভা স্থানান্তরিত হওয়ায় পুরনো বিল্ডিং-এর সামনে একটি টিনের তৈরি সাইনবোর্ড লাগানো হয়,যেখানে লেখা রয়েছে- পৌরসভা স্থানান্তরিত হচ্ছে এবং তির চিহ্নের মাধ্যমে নতুন পৌরসভায় যাওয়ার পথ নির্দেশ করা রয়েছে। ‌

কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই সাইনবোর্ডটি বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। যার ফলে যখন তখন যেকোন রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কারণে এলাকাবাসীরা আমাদের সংবাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন।

তারা বলছেন, যেহেতু এটি সরকারি জিনিস সেহেতু সাধারণ মানুষের হাত দেওয়ার অধিকার নেই। তাই পৌর কর্তৃপক্ষের তরফে এই ঝুলন্ত সাইন বোর্ডটি যদি সরিয়ে দেওয়া হয় তবে ওই অঞ্চলের মানুষ বিপদ মুক্ত হন। নয়তো এবার অল্প ঝড় হলেই এই সাইনবোর্ডটির দ্বারা যে কোনোরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে।