অবতক খবর,সংবাদদাতা,উঃ দিনাজপুর,২৫মে:: এক মোটর ভ্যান মাল বোঝাই করে নিয়ে যাবার পথে, ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো মোটর ভ্যানে থাকা এক যুবকের, আহত মোটর ভ্যান চালক। বুধবার সাত সকালে মর্মান্তিক পথ দূর্ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার কোয়ারপুর এলাকায় ১২ নং জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রায়গঞ্জ থেকে মালদা মুখে চুনের বস্তা বোঝাই করে যাচ্ছিল একটি মোটর ভ্যান, সেই সময় মালদা মুখী অন্য একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটর ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনার জেরে মোটর ভ্যান চালক রাস্তার ধারে ছিটকে পরলেও মোটর ভ্যানে থাকা অন্য যুবককে পিশে দিয়ে চলে যায় বেপরোয়া গতিতে আসা মাল বোঝাই ঘাতক ট্রাকটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের।

পথ ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়ায় কোয়ারপুর এলাকায়। বেশকিছুক্ষনের জন্য মালদা রুটের যান চলাচল অবরুদ্ধ হয়ে পরে ১২ নং জাতীয় সড়কে। খবর দেওয়া হয় ইটাহার থানায়। ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহার নেতৃত্বে ঘটনাস্থলে যায় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনীসহ কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাসহ পুলিশ আহত মোটর ভ্যান চালকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায় এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এরপর পুলিশের উপস্থিতিতে মালদা রুটের যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানাযায়, মৃত ওই যুবকের নাম শুভজিত সরকার এবং আহত মোটর ভ্যান চালকের নাম উত্তম সরকার। তাদের দুই জনের বাড়ি রায়গঞ্জ থানার পোষ্ট অফিস মোর এলাকায়।