অবতক খবর,২৫ মে: আজ ভোর সাড়ে চারটে নাগাদ নদীয়ার পলাশীতে একটি গেট ভেঙে ওভারহেড এর ইলেকট্রিক তারের সাথে সংযোগে হয়ে যাওয়ার কারণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে রেল কর্তৃপক্ষ এর ফলে, বেশ কিছুক্ষণ অনিয়মিত হয়ে পড়ে শিয়ালদহ মেন শাখার রেল চলাচল।
সকাল 8.50 থেকে 10.13 পর্যন্ত শিয়ালদা গামী ডাউন অথবা শিয়ালদহ থেকে আগত আপে কোন ট্রেন চলাচল করা সম্ভব হয়নি, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এর ফলে যাত্রী বিক্ষোভ শুরু হয়। দাবি হিসেবে যোগ হয় অপরিচ্ছন্ন মেমো ট্রেনের পরিবর্তে সাধারণ ইএমইউ লোকাল ট্রেন চালানোর।
বিক্ষোভকারীদের সরিয়ে অবশেষে 10:13 পর প্রথম ট্রেন চালাতে সক্ষম হয় কর্তৃপক্ষ। তবে এর ফলে বেশ কয়েকটি ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। রেল চলাচল স্বাভাবিক’ হলেও অনেকেই ঠিকমতন সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি আজ প্রতিটি ট্রেনেই রয়েছে যথেষ্ট ভীড়।