অবতক খবর,২৬ মে: ট্রেকিং করার নেশা প্রাণ কাড়লো রাজ্যের ৫ জন বাসিন্দার । এই ৫ জনের মধ্যে রয়েছেন ব্যারাকপুর শ্যামা শ্রীপল্লি এর বাসিন্দা বছর 43 এর দেবমাল্য দেবনাথ ও নৈহাটির বাসিন্দা প্রদীপ দাস ।
গত সোমবার বন্ধুদের সাথে দুন এক্সপ্রেসে করে ট্রেকিং এর জন্য উত্তরাখণ্ডের উদ্দেশ্যে রওনা দেন দেবমাল্য দেবনাথ ও প্রদীপ দাস ।
হরিদ্দার পৌঁছে ফোনে কথা হয় পরিবারের সাথে ।তারপর বুধবার সন্ধ্যে নাগাদ খবর আসে যে প্রবীর বাবুদের গাড়ি খাদে পড়ে গেছে এবং ঘটনাস্থলে দেব মাল্য ও প্রদীপ দাস সহ আরো 4 জনের মৃত্যু হয়েছে।
উত্তরাখণ্ডের হওয়া এই দুর্ঘটনায় মৃত নৈহাটির বাসিন্দা প্রদীপ দাসও মাঝে মাঝেই ট্রেকিং এর নেশায় বেরিয়ে পড়তে পাহাড়ে।
গত সোমবার তিনি তার বন্ধুদের সাথে গঙ্গোত্রী গোমুখ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন নৈহাটি থেকে। প্রদীপবাবু হাওড়া ডিভিশনে রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন । সন্ধ্যায় তার মৃত্যুর খবর আসতেই বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক,পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়।