অবতক খবর,২৭ মে: তাদের দাবি, 2016-17 এর গ্রুপ C এবং D এর প্যানেলে প্রায় 4000 জন পাস করে তার পরেও নিয়োগ হয়নি। এরপর বেশকিছু জনকে নিয়োগ করা হয় যেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এরপর সিবিআই তদন্ত হলে 2022 এর শুরুতেই একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে 1980 জন গ্রুপ -D ও 1120 জন গ্রুপ -C নিয়োগ করা হবে (এর বাইরেও প্রায় 600 জন আছে)।
কিন্তু লিস্টে নাম থাকার পরেরও এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। যাতে অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেই কারণে আজ চাকরি প্রার্থীরা সল্টলেক ময়ূখ ভবনের সামনে জমায়েত করে। এখান থেকে মিছিল করে SSC ভবন যাবে এবং ডেপুটেশন জমা দেবে।