অবতক খবর,মালদা,২৭মে:: ইউনিয়ন অফিস দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার মালদার রথবাড়ি। শুক্রবার দুপুর বারোটা নাগাদ কংগ্রেসের শ্রমিক সংগঠন ছেড়ে তৃণমূল শ্রমিক সংগঠনে যোগদান করেন প্রায় চার শতাধিক অটোচালক। রথবাড়ি এলাকায় মঞ্চ তৈরি করে দলত্যাগী দের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল।
তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের যোগ দেওয়ার পর অটো চালকরা কংগ্রেস শ্রমিক সংগঠনের ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করেন বলে অভিযোগ। অভিযোগ কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ ইউনিয়ন অফিসে তালা বন্ধ করে দেন। এরপর উত্তেজনা ছড়ায় এলাকায়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার আইসি আশিস দাস এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ বলেন, দীর্ঘদিন ধরে অটো ইউনিয়ন তাদের দখলে রয়েছে। তৃণমূল সেই পার্টি অফিস দখল করার চেষ্টা করছিল। এদিন তারা সেই দখল রুখে দেন। তাদের আশঙ্কা রাতের অন্ধকারে পার্টি অফিস দখল হতে পারে। প্রয়োজনে ইউনিয়ন অফিস দখল রাখতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মী।
তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, কংগ্রেসের শ্রমিক সংগঠন ছেড়ে ইউনিয়নের সমস্ত অটো চালক সহ অন্যান্যরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের যোগদান করেন। তারা মুখ্যমন্ত্রীর নীতি-আদর্শ মেনে দলের কাজ করেন। পার্টি অফিস দখলে তারা বিশ্বাস করেন না।
রথবাড়ি এলাকায় বিভিন্ন রুটের অটো চালকরা অনেক কষ্ট করে ওই পার্টি অফিস তৈরি করেছেন।
প্রশাসন বিবেচনা করে দেখবে ইউনিয়ন অফিস কার দখলে থাকবে।তবে এদিন ইউনিয়ন অফিস দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রথবাড়ি এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।