অবতক খবর,৩১ মে: চাকরি পেলেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস। হাইকোর্টের নির্দেশ অনুসারে ৭ দিনের মধ্যে চাকরির ব্যবস্থা করতে বলা হয়েছি। এই মর্মে নির্দেশিকা জারি করেছিল স্কুল শিক্ষা দপ্তর। তারপরই সুপারিশ পেলেন তিনি। তারপরই সুযোগ পেলেন তিনি।

একদিকে ক্যান্সারের মত মরণ রোগ। অন্যদিকে যোগ্যতা থাকার পরেও চাকরি না পাওয়ার যন্ত্রনা।১৮ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে ডেকে পাঠিয়েছিলেন এজলাসে। তখন বিচারপতি বলেন , আদালত সরকারকে সুপারিশ করবে চাকরির জন্য। এজলাসে দাঁড়িয়ে সোমা দাস বলেন , তিনি শিক্ষকতার চাকরি করতে চান।আমাদের মনে বিচারপতি আশা জাগিয়েছে। এই লড়াই চলবে। “


অবশেষে মঙ্গলবার নিয়োগপত্র দিল আচার্য ভবন। নলহাটির মধুর হাই স্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে নিয়োগ দিয়েছে এসএসসি। চাকরি পাওয়ার পর সোমা দাস বলেন ,” এই চাকরি আমার অধিকার। মাননীয় বিচারপতি আমার কথা ভেবেছেন। আমার মনে হয়েছিল, সেটা সহানুভূতি।এখনও অনেক যোগ্যরা চাকরি পায়নি। তাঁরা এখনো আন্দোলনরত। যেদিন তাঁদের নিয়োগ হবে , সেদিন আমার খুশি হবে। “