অবতক খবর,৩১ মে: দীর্ঘ টালবাহানার পর মালদা জেলা পরিষদের স্থায়ী সমিতির চারজন কর্মাধ্যক্ষের গঠন প্রক্রিয়া কাজ সম্পন্ন হলো। মঙ্গলবার দুপুরে মালদা জেলা পরিষদের কনফারেন্স হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্থায়ী সমিতির চারজন কর্মধ্যক্ষ নিযুক্ত হয়েছেন। এদিন এই কর্মধ্যক্ষ গঠন প্রক্রিয়ায় উপস্থিত হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক তথা অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার সহ তৃণমূল পরিচালিত জেলা পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা।
এদিন সরকারি নিয়ম মেনে নব নিযুক্ত স্থায়ী সমিতির কর্মধ্যক্ষ চারজনকে তাদের দপ্তরের দায়িত্ব ভার তুলে দেওয়া হয় ।
জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদা জেলা পরিষদের চারজন কর্মধ্যক্ষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন । এরপর থেকে সেই পদগুলি ফাঁকা ছিল। এদিন সরকারি নির্দেশ মেনে মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন মিশ্রকে। এছাড়াও কৃষি কর্মধ্যক্ষ দায়িত্ব পেয়েছেন আরিফুল রহমান মিঞা। মৎস্য কর্মধ্যক্ষ হয়েছেন দীনেশ টুডু। বনভূমি কর্মধ্যক্ষ হয়েছেন সিতারা খাতুন।
মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন জানিয়েছেন, জেলা পরিষদের চারটি কর্মাধ্যক্ষের পদ ফাঁকা ছিল । সরকারি নিয়ম মেনে বিজ্ঞপ্তি জারি করার পর নির্দিষ্ট সময়ে ওই চারটি কর্মধ্যক্ষ পদের গঠন প্রক্রিয়ার কাজ এদিন সম্পন্ন করা হয়েছে। আগামীতে মালদা জেলা পরিষদের অর্থ বাজেট সহ বিভিন্ন কাজের ক্ষেত্রে আর কোন সমস্যা থাকবে না। এদিন বিরোধীদলের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের এই চারজনকে তাদের কর্মধ্যক্ষ পদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।