ফোট /তমাল সাহা
মুদের ডোল দিব্যেক
আর উরা ঢোল বাজাইব্যেক
উদের ফুর্তি হইছে বুট্যে!
বুড়া ভাতা দিইছ্যে
দিব্যেই তো! কমিশন খাইচ্ছ্যে তো!
পাইখানা হব্যেক মুর ঘরে
আর কাটমানি ঢুইকব্যেক উদের ঘরে
ছাদের লিগ্যে টাকা মিলবে বুট্যে
তবে ভাগটো তো উদের দিতে হব্যেক
সড়ক পাকা হবেক ব্যুটে
তবে পুরা পাকা হব্যেক লাই
যত কম হব্যেক
তত উদের পেট মোটা হব্যেক
এটাই তো মজার খেইলার্যে!
আরে পঞ্চা!
এটাই তো পঞ্চায়েতের মজারে!
দিছ্যে দিছ্যে কত দিছ্যে!
আরে বাইনচোত!খালি দিছ্যে দিছ্যে
কিসের লিগ্যে দিছ্যে?
নিজের স্বার্থের লিগ্যে দিছ্যে
মুদের ভোট লিয়ে উরা রাজা হব্যেক
তার লিগ্যে দিছ্যে
ইসব ডোল দিয়ে উরা মানুষ
কিনছ্যে রে মানুষ কিনছ্যে
মুরা মান্ডির সবজি বুট্যে!
মুদের উরা কিনে লিব্যেক
শালো! কম্পিটিশন মারাইছ্যে
উ শালারা চৌত্রিশ বছ্যর কামাইছ্যে
ই শালারা ছয় বছ্যরে কামাই লিছ্যে
ই শালারা উদের চেয়ে ফাস্ট বুট্যে
উ জমানায় অনুজ পান্ডে
কুত্যো বড় মকান বানাইছ্যিল
আর ই আমলে সন্ধ্যারানি রীতারানি
কিমন চমকিলি প্রাসাদ বানাইল বুট্যে
পুর্ণিমার আলো কিমন হড়কান যাইছ্যে
দ্যাখ! দ্যাখ!
ইরা হইল মাইয়াছিলা জনজাতি
পঞ্চায়েত লিডার ব্যুটে
অনুজ পান্ডেকে আঠাইশ বছরে
হারাই দিল্যে গো!
ছ বছরেই ইরা ইত্ত কামাইল!
দ্যাখ!ই শালা সিষ্টিধর
কুত্যো সম্পত্তির সিষ্টি কইরেছ্যে
সইত্যরঞ্জন মিথ্যারঞ্জন হইয়ে
মাটি মানুষকে কিমন ঠকাইছ্যে
সপ্ন তো ছিঁড়া কাঁথায় শুইয়্যে
কোটি টাকার সপ্ন ফলাইছ্যে
গুয়ালে কী থাকে জানিস?
শালার লিডাররা সব হিসাব
গুলাইন দিছ্যে
গুয়ালে শালা গরু লাই, ফাঁকা
কী আছে?
এস ইউ ভি চার চাক্কার গাড়ি
আছে ব্যুটে!
পঞ্চায়েত লিডার বুইল্যে কথা!
ই শালা পঞ্চায়েত ভোট!
ই শালা কামাইবাজির কম্পিটিশান—
কে কুত্যো আগে কুত্যো কামাইতে পারে ব্যুটে!
মুদের বেলায় ভাতা খয়রাতি ডোল
কুত্যো সব কথা শব্দ!
নেতার বেলায় সরকারি মাসিক বেতন!
মুর গুরু ঠাকুর হে!
ই শালো ভোট ?
ই তো ফক্কিবাজির কম্পিটিশান !
ই দল উ দল সব দলই সমান
রোদ্যে পুইড়্যে তেইত্যে লাইনে দাঁড়াইলম
ভোট ঘরে ঢুইকলম
ভোট বাবু বুইল্যেন,
তুর ভোট তো হইয়্যে গিছ্যে
ভাতের লিগ্যে ভোট,উ ভোট
ভূত হইয়্যে ছাপ্পা মেইর্যে চইল্যে গেল !
মু দেইখত্যে টো পারলম নাই ?
ই শালা ভোট তো লাশ
ইতো লাশ ফেইলবার কম্পিটিশান রে শালো !
উবার ও লাশ পইড়ল্যো
ইবার ও কোত্যো লাশ !
শালো ! ভোট মানে কি ?
বউয়্যের চুখ্যে জল,মাই এর হা-হুতাশ।
ই শালো ভোট ?
ই দিকে লাশ,উ দিকে নেতাবাবুর চুখ্যে
ফুর্তি গড়াইন যাইছ্যেক হাতে দারুর গিলাস।
মুরা জনজাতি বুট্যে
মুরা জংলী আদিবাসী বুট্যে
তুরা মুদের বাজারি মাল বনাইছ্যিস!
ইত্তো সাহস!
তুরা বাইনচোত ভোটমারানি দল!
ফোট!শালো ফোট!