শৈশব
তমাল সাহা
এখনো শেখার
বাকি আছে অনেক কিছু।
এই পোড়া দেশে শৈশব দেখো
লাইন দিয়েছে কত শিশু!
শৈশবেই শিখে গেল
একটি কঠিন বানান।
ত-য় র-ফলা আ-কার মুর্ধ্যণ–
ত্রাণ।
বেঁচে থাকো সোনা!
হাত পেতে নাও- খয়রাতি দান।
শূন্যে বাতাস থমকে দাঁড়ায়–
হায়!অপমানে বেঁচে থাকে প্রাণ।
ছবিঋণঃ আনন্দবাজার পত্রিকা,৮ জুন’২১