অবতক খবর,১৫ জুন,নামখানা: বেশ কয়েকদিন ধরে এলাকায় বেড়ে চলেছে দেশি মদের কারবার। দেশি মদ খাওয়ার টাকার জন্য সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষদের গৃহস্থের বেড়ে চলেছিল পারিবারিক অশান্তি। এবার তারই প্রতিবাদে মদের দোকান উচ্ছেদ অভিযানে রাস্তায় নামল মহিলা সমিতি। মহিলা সমিতির পক্ষ থেকে এলাকার দেশি মদের দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে দেশী মদ নষ্ট করে দেয়া হয়।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগণা নামখানা ব্লকের নতুন বাজার এলাকায়। স্থানীয় সূত্রে খবর, দেশি মদের কারণে বেড়ে চলেছিল পারিবারিক অশান্তি। মদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে পরিবারের রোজগেরে। এলাকায় মদের দোকান হওয়াতে সূরা প্রেমিক হয়ে যাচ্ছে এলাকার নাবালক রাও। সুস্থ সমাজ গড়তে এবার এগিয়ে এলো শ্রমজীবী মহিলা সমিতি। উচ্ছেদ অভিযানে রাস্তায় নেমে দেশি মদ বিক্রি কারীর দোকানের গিয়ে দেশী মদ বোতল গুলি নষ্ট করে দেয়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামখানা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। শ্রমজীবী মহিলা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন যদি কোন রকম ব্যবস্থা না নেয়, সুস্থ সমাজ গড়তে আগামী দিনে নামখানা ব্লক এর বিভিন্ন প্রান্তে গিয়ে তারা এই অভিযান চালাবে।