অবতক খবর,১৬ জুন: কেন্দ্র ও রাজ্য দুই সরকারের তরফ থেকেই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সেই মর্মে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। আজ ভাটপাড়া পৌরসভায় প্লাস্টিক বর্জন করার কথা জানিয়ে একটি ছোট্ট আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত হয়েছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ।

এছাড়াও পুরসভার সিআইসি অমিত গুপ্তা, অরুণ ব্রহ্ম, সমর পাঠক, হিমাংশু সরকারের মত কাউন্সিলররা। মূলত এই আলোচনা সভা থেকে তারা প্রত্যেকেই বার্তা দিলেন, বিশ্বকে বাঁচাতে গেলে আমাদের প্লাস্টিককে বর্জন করতে হবে। তাই নিজেদের মধ্যে সচেতনতা বাড়িয়ে প্লাস্টিক বর্জন করুন। তবেই আমাদের সমাজ সুস্থ থাকবে। আগামী পয়লা জুলাই থেকে প্লাস্টিক বন্ধের নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে সমস্ত পৌরসভার তরফ থেকে।