ঘটনা ধর্মতলা, বৃহস্পতিবার ১৬ জুন, ২০২২
১) কসম
তমার সাহা
‘সংবাদ মূলত কাব্য’—
এসব পুরনো উক্তি,
কবি তো কবেই বলে গেছে সে কথা।
এ রাজ্যে পুলিশি হামলায় চুপ থাকি
অন্য রাজ্যে জুলুমবাজিতে পাই ব্যথা।
ওই দেখো!
বঙ্গীয় পুলিশের আচরণ কী ভালো।
নারীদের টানাহেঁচড়া বেইজ্জতি দারুণ দেখালো।
কবিরা এখন বুড়ো হয়েছে, চোখে দেখে কম।
শাসকের কাছে মুদ্রা পেয়েছে
তার বিরুদ্ধে বলবে না, খেয়েছে কসম!
২) পুলিশের বউ
এক পুলিশের স্ত্রী পুলিশকে বললো,
তুমি খুব সভ্য এবং সৌম্য
তোমার কাছে নেই কোনো অসাম্য।
ঘরেও তুমি নারীদেহে হাত দাও
বাইরেও তুমি মাতঙ্গিনী হাজরার সামনে
মেয়েদের গায়ে হাত বোলাও।
পেয়ে গেছো তুমি রাষ্ট্রীয় ক্ষমতা।
কমিউনিস্টরা জানেই না
তুমি কবেই শিখে গেছো সমতা!
৩) গুরুত্ব
সবাই লিখছে সবাই বলছে কেউ গুরুত্ব দিচ্ছে না।
দেবে কেন?
তাদের দুচোখ বেয়ে জলের বন্যা
চতুর্দিক থেকে কানে
ভেসে আসছে শুধু কান্না!