নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::মুম্বাই ::১৫ই ডিসেম্বর ::দীপিকা পাড়ুকোন ছপক মুক্তির আগে ঘরে বাইরে যাবতীয় চর্চায় এসেছিলেন ৷ জেএনইউ-এর প্রতিবাদে প্রতিবাদের সমর্থনও করেছিলেন ৷ এরফলে দীপিকার দিকে বেশ ঝাঁঝালো আক্রমণও এসেছিল ৷ সরাসরি প্রভাব পড়েছে ছবিটির উপরে ৷

পক্ষে সপক্ষে দেশজুড়ে ঝড় উঠেছিল ৷ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের পরে যোগগুরু বাবা রামদেব দীপিকাকে পরামর্শ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয় জ্ঞান থাকতে হবে দেশ সম্পর্কে জ্ঞান রাখতে হবে ৷

সেই জন্য বাবা রামদেবের মত একজন পরামর্শ দাতা বা নমেন্টর রাখা উচিৎ ৷ তিনি দীপিকাকে আরও বুঝিয়েছেন সব সমস্ত বিষয়ে সম্যক জ্ঞান নিয়েই সবার এগোনো উচিৎ ৷