আবতাক খবর,২১ জুন,মালবাজার: পরপর দু’দিন মালবাজারে এই ধরনের প্রবল বৃষ্টিপাত হয়েছিল, তা মনে করতে প্রবীণদেরও অনেকটাই বেগ পেতে হয়েছে। রবিবার রাতের পর সোমবার রাতেও প্রবল বৃষ্টিতে মাল শহরজুড়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়।
মুহুর্মুহু বজ্রপাতও হয়। মাল উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত জলে কার্যত উদ্যান থই থই করতে থাকে। শহরের বিভিন্ন এলাকাতেই নালা উপচে জল বাড়িতে ঢুকে পড়ে।
অনেক এলাকায় দোকানে জল ঢুকে পড়ে। পাম্প চালিয়ে সেই জল বের করতে হয়। সোমবার সকাল পর্যন্ত মাল শহরে ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদিনের বিরতির পর সোমবার বিকাল থেকে ফের বৃষ্টি প্রবল আকার নেয়।
শহরের ভেতরে থাকা পাগলাঝোরা রীতিমতো ত্রাস তৈরি করে।অন্যদিকে, শহরের উত্তর-পূর্ব প্রান্ত দিয়ে বয়ে চলা মাল নদী ফুলেফেঁপে উঠে লাগোয়া এলাকায় ধাক্কা মারতে শুরু করেছে। দুশ্চিন্তায় রাত কাটছে শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের।