আজ বিশ্বসঙ্গীত দিবস।
অবতকের বিশেষ প্রতিবেদন
আমি তো গানের ‘গ’-ও জানিনা। তবে মানুষের জীবনের গানের জন্য Gun জরুরি সেটা নিশ্চিত জানি। আপনিও জানেন। নাহলে দেশজুড়ে এতো Gun Factory কেন? এই বিশ্ব পরিস্থিতিতে আপনি কোন গান গাইবেন?
সঙ্গীতপ্রেমীর প্রতি
তমাল সাহা
মেঘের আকাশ পাখির আকাশ
দখল নিয়েছে যুদ্ধবিমান
বলো, তুমি আজ গাইবে কোন গান?
দেশ থেকে অন্য দেশে পোঁটলাপুঁটলি মাথায়
পালায় অন্ধকারে মানব সন্তান
বলো,আজ তুমি গাইবে কোন গান?
এ ভুমে দাঙ্গা রক্তপাত আগুন খুন
মানুষ আছে নাকি! যায় মানুষের প্রাণ
বলো, আজ তুমি গাইবে কোন গান?
মাটির মানুষ জমির অধিকারে লড়ে যায়
তোমার সামনে বিমূর্ত সংগ্রাম
বলো, তুমি আজ গাইবে কোন গান?
বন্ধ কারখানা, শেডে ধরেছে জং
গেট পাহারায় গান হাতে রাষ্ট্রীয় মস্তান
বলো, তুমি আজ গাইবে কোন গান?
খিদের নিঃশ্বাস বাতাসে উড়ে যায়
শূন্য পেট হাত বাড়ায়-করো তারে ভিক্ষাদান
বলো, তুমি আজ গাইবে কোন গান?
নতুন ভাষা পেয়েছো খুঁজে, পরিযায়ী শ্রমিক!
নিজভূমে পরবাসী, কাজ খুঁজে খুঁজে হয়রান
বলো, তুমি আজ গাইবে কোন গান?
জল জমি জঙ্গল পাহাড় গিরি
লুটে খায় কর্পোরেট, মানুষের অপমান
বলো,আজ তুমি গাইবে কোন গান?
অনেক গানের সম্বল তোমার
পাতাভর্তি অক্ষর, খুলেছো গীতবিতান
বলো,তুমি আজ গাইবে কোন গান?
বৃষ্টি বসন্ত ভালোবাসো তুমি
ভালোবাসো প্রেম পূজা প্রকৃতির আহ্বান
বলো, তুমি আজ গাইবে কোন গান?
সংগীতে মানুষ লেখো, লড়াই লেখো
দেখো, মানবজীবন রইল পতিত
গাও উদাত্ত কণ্ঠে মানুষের গান
অর্কেষ্ট্রায় বাজাও রুদ্রবিষাণ
বলো,আজ তুমি গাইবে কোন গান?
আমরা এখনো বেঁচে, জীবন ভালবাসি
এসো, হাত ধরো, দাঁড়াই পাশাপাশি
কোরাসে গেয়ে উঠি লোকজীবনের গান।
ভয় কি? পাশে আছে রোবসন, বব ডিলান!