অবতক খবর,২৫ জুন,অভিষেক দাস,মালদা:-চাঁচোল মহকুমার রতুয়ায় গঙ্গা ও ফুলহার নদীর ভাঙ্গন ও বন্যার আগাম পরিস্থিতি তদারকি করলেন জেলা পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা। শনিবার দুপুরে রতুয়া ১ ব্লকের গঙ্গা এবং ফুলহার নদীর ভাঙ্গন পরিস্থিতির তদারকি করেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারেরা । এছাড়াও ছিলেন রতুয়া এবং মালতিপুরের তৃণমূল বিধায়ক সমর মুখার্জি ও রহিম বক্সী।

এদিন ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের সঙ্গে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। সেখানে ভাঙ্গন পীড়িত মানুষদের সঙ্গে নানান সমস্যার বিষয় নিয়ে মতামত বিনিময় করেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া। ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের নানান সমস্যার কথা শোনেন জেলাশাসক।

সংশ্লিষ্ট এলাকার ভাঙ্গন পীড়িতদের বক্তব্য, এই প্রথম কোনও জেলাশাসক সরাসরি এলাকার ভাঙ্গন ও বন্যার সমস্যা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন । তাতে খুশি স্থানীয় গ্রামবাসীরা।

এদিন দুপুরে রতুয়া ১ ব্লকের বেশ কয়েকটি এলাকার গঙ্গা ও ফুলহার নদীর ভাঙ্গন ও বর্ষার আগাম পরিস্থিতি তদারকি করেন জেলাশাসক সহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা। বর্ষার মরশুম শুরু হয়েছে । সেই সঙ্গে বাড়ছে গঙ্গা এবং ফুলহার নদীর জল । এই পরিস্থিতিতে ভাঙ্গন ও বনলতা ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে ব্যাপারেও সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করেছেন জেলাশাসক এবং পুলিশ সুপার । পাশাপাশি রতুয়ায় গঙ্গা এবং ফুলহার নদীর ওপারে রয়েছে বিহার রাজ্য । জলপথে অপরাধ দমনে কড়া নজরদারি চালানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।