অবতক খবর,২৮ জুন,সনৎ বর্মন, কোচবিহারঃবর্ষায় ভোগান্তি, শেষ হয়নি রাস্তার কাজ।
প্রবল বৃষ্টিতে মেখলিগঞ্জ ব্লকের জামালদহ বাজারে ভুটান রোড জলে ডুবে থাকায় গর্তে পরে উল্টে যায় একটি টোটো। অবস্থার সুরাহা না হওয়ায় সমস্যার জেরে এক প্রকার বাধ্য হয়েই সোমবার ব্যস্ততম দিনে জামালদহ বাজারে ভুটান রোড অবরুদ্ধ করল ব্যবসায়ী থেকে শুরু করে পথচলতি মানুষ।
উল্লেখ্য যে প্রায় চব্বিশ কোটি টাকা ব্যয়ে জামালদহ থেকে রানিরহাট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে। জামালদহ বাজারের পাশ দিয়ে যাওয়া রাস্তার কিছু অংশে নতুন করে ড্রেন নির্মাণ এর কাজ ও চলছে।। কিন্তু বর্ষা আসলে ও এখনও শেষ হয়নি সেই কাজ।
এর ফলে সামান্য বৃষ্টিতেই ডুবে থাকছে রাস্তা। স্থানীয়দের অভিযোগ বাস স্ট্যান্ড থেকে সুটুঙ্গা ব্রিজ পর্যন্ত সামান্য পাঁচশ মিটার রাস্তায় জল কাঁদার জন্য চলাফেরা করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।