অবতক খবর,১ জুলাইঃ বাইক চুরি করতে এসে চোরের কীর্তি দেখলে চোখ কপালে ওঠার জোগাড়!

পানিহাটি পৌরসভা্য ৩১ নম্বর ওয়ার্ড সোদপুর এইচবি টাউন এলাকায় সাধারণ ও হাইপ্রোফাইল মানুষের বসবাস। এই এলাকায় আবাসন, স্কুল, ব্যাংক ও পোস্ট অফিস এর মত গুরুত্বপূর্ণ অফিস রয়েছে,দিনের পাশাপাশি রাতেও এই এইচ বি টাউন এলাকায় চোর ও ছিনতাইবাজদের দৌরাত্মে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।

আশ্চর্যের বিষয় এই এলাকা খড়দহ থানা ও ঘোলা থানার মধ্যবর্তী সীমানায় অবস্থিত। এলাকায় একের পর এক ছিনতাই ও বাইক চুরির ঘটনায় দুই থানার পুলিশ নিষ্ক্রিয়,এমনটাই অভিযোগ এলাকার স্থানীয় বাসিন্দাদের।সোদপুর এইচ বি টাউন এলাকার এক আবাসনের সিসিটিভিতে বাইক চুরি করতে এসে চোর অস্ত্র দিয়ে বাইকের তালা ভাঙছে। সেই ছবিও দেখা গিয়েছে।

কিন্তু স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন দুটো থানার মধ্যবর্তী এলাকা হওয়া সত্বেও যথেষ্ট পরিমানে পুলিশি টহলদারির অভাব রয়েছে এবং সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই ধরনের চুরি ও ছিনতাই এর ঘটনা ঘটিয়ে যাচ্ছে।এলাকার মহিলারা দিনের শেষে সন্ধ্যাবেলা অন্ধকার হওয়ার পর বাইরে বের হতে ভয় পান এই সমস্ত দুষ্কৃতীদের জন্য।

এই বিষয়ে পানিহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেখা রায় জানান আমার ওয়ার্ড এলাকা যথেষ্ট শান্তিপূর্ণ এলাকা।এরকম ধরনের কোন ঘটনা আমার এলাকাতে ঘটে না।যদি এরকম ধরনের কোনো ঘটনার অভিযোগ আমার কাছে আসে তাহলে আমি যথাযথ ব্যবস্থা নেব।

পৌরমাতার প্রতিক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি নেতা জয় সাহা বলেন,এইচবি টাউন এলাকার মানুষ নিত্যপ্রয়োজনীয় ও প্রশাসনিক পরিষেবা থেকে বঞ্চিত,এলাকায় চুরি,ছিনতাই, ডাকাতির মত অসামাজিক কাজকর্মের খবর রাখতে পারছেন না। এলাকার পৌরমাতা কিন্তু কোথায় প্রমোটিং হচ্ছে সেটা তিনি খবর পেয়ে যাচ্ছেন!